‘ওয়াগনারের বিদ্রোহের ঘটনায় শত্রুদের হিসাব ভুল ছিল’
প্রকাশিত : ০৮:৪৬, ২৭ জুন ২০২৩
রাশিয়ায় ওয়াগনার বাহিনীর বিদ্রোহের ঘটনায় শত্রুদের হিসাব ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনকে উৎখাতে বিদ্রোহ করেননি বলে দাবি ওয়াগনার বাহিনী প্রধান প্রিগোজেনের।
বিদ্রোহের পর স্থানীয় সময় সোমবার রাতে প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দেন পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে তিনি বলেন, রাশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
রক্তপাত এড়াতে যা করা দরকার তাই করা হয়েছে। প্রিগোজিনের নাম উল্লেখ না করে ভাড়াটে কমান্ডার ও সৈন্যদের যারা রক্তপাত এড়িয়ে গেছেন তাদের ধন্যবাদ জানান পুতিন।
এদিকে বিদ্রোহ থেকে সরে আসার পর প্রথমবারের মতো অডিও বার্তায় প্রিগোজেন বলেন, পুতিনের নেতৃত্বকে উৎখাতে মস্কো যাত্রা করেনি তার বাহিনী। রাশিয়ায় নিরাপত্তা ইস্যুতে বড় ধরনের সমস্যা আছে বলেও দাবি তার।
এসবি/
আরও পড়ুন